Welcome to the official website of Barasat Academy of Culture...            Best viewed in Desktop/Laptop (Google Chrome or Mozilla Firefox latest version)            

বারাসাত আকাদেমি অব কালচার এবং আরম্ভ পাবলিশার্স এর যৌথ প্রয়াসে “আরম্ভ – ভাষা শহীদ ভবন”, জি ই ১১৭, ইস্ট রাজডাঙ্গা মেইন রোড, কলকাতা – ৭০০ ১১৭ তে অনুষ্ঠিত হল: অখন্ড বাংলা শিল্প উৎসব '২৩। উদ্দেশ্য, দুই বাংলার শৈল্পিক চেতনার সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও মেলবন্ধন।দুই বাংলার শিল্পী এবং গুণীজনের উপস্থিতিতে দিন ভর অনুষ্ঠিত হয় অঙ্কন কর্মশালা, শিল্প-আলোচনা এবং পরিশেষে শিল্পী সন্মাননা।

জার্মান দূতাবাসের জনসংযোগ আধিকারিক শরণ্য চট্টোপাধ্যায় ও বারাসাত আকাদেমি র সভাপতি তৈয়বউল ইসলাম

অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট শিল্প সংগঠক গৌতম ঘোষ। উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সাংবাদিক ও লেখক, এবং আরম্ভ পত্রিকার কর্ণধার বাহার উদ্দীন। 

সমবেত চিত্র শিবিরে হাজির হয়ে চিত্রীদের অভিবাদন জানালেন বিভিন্ন দূতাবাসের উচ্চপদস্থ সাংস্কৃতিক আধিকারিকরা। ম্যাক্সমূলার ভবনের গ্রন্থগারিক ও চলচ্চিত্র সংগ্রহশালার আধিকারিক সূর্যোদয় চট্টোপাধ্যায়, জার্মান দূতাবাসের জনসংযোগ আধিকারিক শরণ্য চট্টোপাধ্যায় এবং বাংলাদেশ উপদূতাবাসের প্রেস সচিব রঞ্জন সেন হাজির হয়েছেন যথাসময়ে।

 বাঁ দিক থেকে বারাসাত আকাদেমির সভাপতি তৈয়বউল ইসলাম, আরম্ভ প্রকাশনীর লালন বাহার এবং কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের প্রেস সচিব রঞ্জন সেন।

অঙ্কন কর্মশালায় উপস্থিত ছিলেন ওপার বাংলার দুই বিক্ষাত চিত্র শিল্পী মাহমুদা আসসাফরা মিম এবং সোনিয়া বিন্তা হাসান। এপার বাংলার চিত্র শিল্পীদের মধ্যে অনুষ্ঠানে অংশ গ্রহন করেন বর্ষীয়ান শিল্পী - ভাস্কর প্রশান্ত কুমার বসু, মিনিয়েচার শিল্পী - ভাস্কর মানিক দেবনাথ, আকাদেমির সভাপতি তৈয়বউল ইসলাম এবং সহ-সম্পাদক নসীবা খাতুন এবং ইলাস্ট্রেটর দেব সরকার।

 বাঁ দিক থেকে মাহমুদা আসসাফরা মিম, বিশিষ্ট শিল্প সংগঠক গৌতম ঘোষ, আরম্ভ প্রকাশনের প্রাণপুরুষ লেখক সাংবাদিক চিত্রকর বাহার উদ্দিন এবং বারাসাত আকাদেমির সভাপতি তৈয়বউল ইসলাম

কর্মশালা এবং শিল্প-আলোচনার শেষে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের প্রেস সচিব রঞ্জন সেন উপস্থিত শিল্পীদের হাতে তুলে দেন স্মারক ও অভিজ্ঞান পত্র। 

 ম্যাক্সমূলার ভবনের গ্রন্থগারিক ও চলচ্চিত্র সংগ্রহশালার আধিকারিক সূর্যোদয় চট্টোপাধ্যায় এবং বারাসাত আকাদেমির সভাপতি তৈয়বউল ইসলাম

সমগ্র অনুষ্ঠানটি সুচারু রূপে পরিচালনা করেন বারাসাত আকাদেমী অব কালচার-এর প্রধান উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ প্রদীপ রক্ষিত এবং আরম্ভ পাবলিশারের পক্ষে লালন বাহার, সাহিন এবং সাগ্নিক।