বারাসাত আকাদেমি অব কালচার এবং আরম্ভ পাবলিশার্স এর যৌথ প্রয়াসে “আরম্ভ – ভাষা শহীদ ভবন”, জি ই ১১৭, ইস্ট রাজডাঙ্গা মেইন রোড, কলকাতা – ৭০০ ১১৭ তে অনুষ্ঠিত হল: অখন্ড বাংলা শিল্প উৎসব '২৩। উদ্দেশ্য, দুই বাংলার শৈল্পিক চেতনার সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও মেলবন্ধন।দুই বাংলার শিল্পী এবং গুণীজনের উপস্থিতিতে দিন ভর অনুষ্ঠিত হয় অঙ্কন কর্মশালা, শিল্প-আলোচনা এবং পরিশেষে শিল্পী সন্মাননা।
![]() |
জার্মান দূতাবাসের জনসংযোগ আধিকারিক শরণ্য চট্টোপাধ্যায় ও বারাসাত আকাদেমি র সভাপতি তৈয়বউল ইসলাম |
অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট শিল্প সংগঠক গৌতম ঘোষ। উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সাংবাদিক ও লেখক, এবং আরম্ভ পত্রিকার কর্ণধার বাহার উদ্দীন।
সমবেত চিত্র শিবিরে হাজির হয়ে চিত্রীদের অভিবাদন জানালেন বিভিন্ন দূতাবাসের উচ্চপদস্থ সাংস্কৃতিক আধিকারিকরা। ম্যাক্সমূলার ভবনের গ্রন্থগারিক ও চলচ্চিত্র সংগ্রহশালার আধিকারিক সূর্যোদয় চট্টোপাধ্যায়, জার্মান দূতাবাসের জনসংযোগ আধিকারিক শরণ্য চট্টোপাধ্যায় এবং বাংলাদেশ উপদূতাবাসের প্রেস সচিব রঞ্জন সেন হাজির হয়েছেন যথাসময়ে।
![]() |
বাঁ দিক থেকে বারাসাত আকাদেমির সভাপতি তৈয়বউল ইসলাম, আরম্ভ প্রকাশনীর লালন বাহার এবং কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের প্রেস সচিব রঞ্জন সেন। |
অঙ্কন কর্মশালায় উপস্থিত ছিলেন ওপার বাংলার দুই বিক্ষাত চিত্র শিল্পী মাহমুদা আসসাফরা মিম এবং সোনিয়া বিন্তা হাসান। এপার বাংলার চিত্র শিল্পীদের মধ্যে অনুষ্ঠানে অংশ গ্রহন করেন বর্ষীয়ান শিল্পী - ভাস্কর প্রশান্ত কুমার বসু, মিনিয়েচার শিল্পী - ভাস্কর মানিক দেবনাথ, আকাদেমির সভাপতি তৈয়বউল ইসলাম এবং সহ-সম্পাদক নসীবা খাতুন এবং ইলাস্ট্রেটর দেব সরকার।
![]() |
বাঁ দিক থেকে মাহমুদা আসসাফরা মিম, বিশিষ্ট শিল্প সংগঠক গৌতম ঘোষ, আরম্ভ প্রকাশনের প্রাণপুরুষ লেখক সাংবাদিক চিত্রকর বাহার উদ্দিন এবং বারাসাত আকাদেমির সভাপতি তৈয়বউল ইসলাম |
কর্মশালা এবং শিল্প-আলোচনার শেষে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের প্রেস সচিব রঞ্জন সেন উপস্থিত শিল্পীদের হাতে তুলে দেন স্মারক ও অভিজ্ঞান পত্র।
![]() |
ম্যাক্সমূলার ভবনের গ্রন্থগারিক ও চলচ্চিত্র সংগ্রহশালার আধিকারিক সূর্যোদয় চট্টোপাধ্যায় এবং বারাসাত আকাদেমির সভাপতি তৈয়বউল ইসলাম |
সমগ্র অনুষ্ঠানটি সুচারু রূপে পরিচালনা করেন বারাসাত আকাদেমী অব কালচার-এর প্রধান উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ প্রদীপ রক্ষিত এবং আরম্ভ পাবলিশারের পক্ষে লালন বাহার, সাহিন এবং সাগ্নিক।